১৬ বছরের ক্ষোভের বিস্ফোরণ ৫ আগস্ট : ড. মঈন খান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:৩৭
-6891b4a15126d.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘গত ১৬ বছরের দুঃশাসন, গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড ও নাগরিক অধিকার হরণের বিরুদ্ধে জনমনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে তারই বিস্ফোরণ ঘটেছে।’
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত বিজয় র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই সময়ে বিরোধী দলের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। খালেদা জিয়া ও তারেক রহমানও এই দমন-পীড়নের বাইরে ছিলেন না।’
মঈন খান বলেন, ‘বিএনপি প্রতিহিংসার রাজনীতি নয়, গণতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় বিশ্বাস করে। তাই নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি এখন সময়ের অনিবার্যতা।’
বিজয় র্যালিটি ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হয়ে নরসিংদী-২ আসনের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
সমাবেশে নেতারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন মাইলফলক।
বেলায়েত হোসেন/এআরএস