Logo

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটজুড়ে নানা আয়োজন

Icon

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৩:৪৭

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সিলেটজুড়ে নানা আয়োজন

ছবি : বাংলাদেশের খবর

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে সিলেটে গ্যাজেটভুক্ত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার শহীদ মো. ওয়াসিম আহমদের কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এছাড়া সাংবাদিক এ টি এম তুরাবসহ বাকি ১৫ শহীদের কবরেও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা জানানো হয়।

পরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে শাহী ঈদগাহস্থ শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন করা হয়। বাদ জোহর শহরের প্রতিটি মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যাতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা অংশ নেন। র‌্যালি শেষে অডিটোরিয়ামে শহীদ পরিবারদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সিলেটে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।

রেজাউল হক ডালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর