রূপগঞ্জে বিজয় র্যালিতে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১৪:১৫
-6891bda1d9ad0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বাধীনতার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও পথসভা করেছে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থান চব্বিশ’।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার বলাইখা এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে গোলাকান্দাইল গোলচত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। তিনি বলেন, ‘এই বিজয় র্যালি শুধু একটি উৎসব নয়, এটি অতীতের আত্মত্যাগ ও শহীদদের স্মরণের দিন। জুলাইয়ের শহীদরা কোনো দলের জন্য নয়, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তাদের রক্ত বৃথা যাবে না। জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন ফিরবে, খালেদা জিয়া মুক্ত হবেন এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবে।’
সমাবেশে বক্তারা বলেন, ‘স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানই ছিল প্রথম বিজয়। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।’
র্যালি ও সমাবেশে নারায়ণগঞ্জের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
এন বি আকাশ/এআরএস