Logo

সারাদেশ

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ২০:২৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড কমিটির সহ-সভাপতি ছিলেন। 

সোমবার (৪ আগস্ট) গভীর রাতে উপজেলা শহরের টাটিয়া লেনে অবস্থিত নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয় মনোয়ারকে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনের সময় সৈয়দপুর বিএনপির রাজনৈতিক কার্যালয় ভাংচুর ও হামলা-মামলার ঘটনায় মনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মনোয়ারের পরিবার জানায়, মনোয়ার অসুস্থ ছিলেন ও নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে পুলিশ বাড়ীতে প্রবেশ করে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে অসুস্থ্য অবস্থায় জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।  

সৈয়দপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই আন্দোলনের সময় বিএনপির রাজনৈতিক কার্যালয় ভাংচুর ও হামলা-মামলার ঘটনায় মনোয়ারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।  

তৈয়ব আলী সরকার/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর