Logo

সারাদেশ

বাসাবাড়িতে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ আটক ১২

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:৫৭

বাসাবাড়িতে অসামাজিক কাজের অভিযোগে নারীসহ আটক ১২

ঢাকার আশুলিয়ায় একটি বাসাবাড়িতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬ নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। তারা দীর্ঘদিন যাবৎ ওই বাড়িতে বিভিন্ন অশালীন কার্যকলাপ করে আসছিল বলে দাবি স্থানীয়দের। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ইছহাক হক (৩৮), আব্দুর রশিদ (৪৫), প্রসেনসিৎ (২৪), আনিস ব্যাপারী (৫০), সুজন শেখ (৩৯), আনোয়ার হোসেন (৩৪), শিল্পী (২৬), বিথী (২০), মৌ (২০), ইভা (২৫), মিম (২২) ও মিষ্টি (২৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি, আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হরমুজ মুন্সির বাড়িতে অসামাজিক কার্যকলাপ চলছে। পরে রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে ৬ নারী ও ৬ পুরুষসহ মোট ১২ জনকে আটক করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, বাসাবাড়িতে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে ৬ নারীসহ ১২ জনকে আটক থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • হাসান ভুঁইয়া/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর