Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির র‍্যালি

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:৩৬

আলফাডাঙ্গায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির র‍্যালি

আলফাডাঙ্গায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির র‍্যালি। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের পুরাতন সোনালী ব্যাংকের সামনে থেকে বর্ণাঢ্য এ র‍্যালি বের হয়। র‍্যালিটি সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা ও বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হেমায়েত হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম দাউদ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল হাসান, যুগ্ম আহ্বায়ক কাজী জসিমউদ্দীন কাকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. আজিজ, সদস্যসচিব আমির হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী শেখ।

বক্তারা বলেন, বিগত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের মানুষের ভোটাধিকার ও বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। গুম, খুন, মামলা ও দমন-পীড়নের মাধ্যমে দেশের জনগণকে জিম্মি করে রেখেছে। এ অবস্থার বিরুদ্ধে ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশে গণঅভ্যুত্থান হয়েছে। যা বর্তমান প্রজন্মের মুক্তির পথ খুলে দিয়েছে।

তারা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর