খাগড়াছড়িতে ৬৫ পরিবারকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০৫

খাগড়াছড়িতে ৬৫ পরিবারকে সেনাবাহিনীর মানবিক সহায়তা। ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে ৬৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (৬ আগস্ট) সকালে শহরের বাগান বিলাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এসব সহায়তা বিতরণ করা হয়।
জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে ১৪টি পরিবারকে ১ লাখ ৩০ হাজার টাকার আর্থিক অনুদান, একটি পরিবারকে স্বাবলম্বী করতে একটি সেলাই মেশিন এবং ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম বলেন, খাগড়াছড়িতে পাহাড়ি-বাঙালিদের মধ্যে সম্প্রীতির বন্ধন আগের চেয়ে অনেক দৃঢ় হয়েছে। খাগড়াছড়ি জোন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। উন্নয়ন ও মানবিক কার্যক্রমই আমাদের প্রতিদিনের দায়িত্বের অংশ।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।
মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরণের উদ্যোগকে অব্যাহত রাখার আহ্বান জানান।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেলসহ সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এমবি