বৃষ্টিকে উপেক্ষা করে আলফাডাঙ্গায় জামায়াতের গণমিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:২৩

বৃষ্টিকে উপেক্ষা করে ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতের গণমিছিল। ছবি : বাংলাদেশের খবর
‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বৃষ্টিকে উপেক্ষা করে জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া গণমিছিলে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি চৌরাস্তা চত্বরে পৌঁছালে শুরু হয় মুষলধারে বৃষ্টি। কিন্তু বৃষ্টি তাদের থামাতে পারেনি। ভিজে ভিজেই নেতাকর্মীরা মিছিল চালিয়ে যান।
মিছিলটি উপজেলার সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা কামাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী।
সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান। বক্তব্য রাখেন পৌর শাখার আমির ওয়াহিদুল ইসলাম, উপজেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি এস এম রিদওয়ানুন্নবী রিদওয়ান, উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল হাসান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারি মিকাইল হোসেন কুবাদ, উপজেলা যুববিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান, ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মো. মুয়াজ হোসেনসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সবশেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমবি