ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, শিক্ষক বরখাস্ত

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৩:২২

ঝালকাঠির গালুয়া এস.কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়। ছবি : সংগৃহীত
ঝালকাঠির গালুয়া এস.কে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. নাসির উদ্দিনকে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আকন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মো. নাসির উদ্দিন দীর্ঘদিন যাবৎ ছাত্রীদের বিভিন্নভাবে বিরক্ত করা, কু-প্রস্তাব দেওয়া ও ছাত্রীদের শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করাসহ তাদের সাথে অশালীন আচরণ করে আসছেন।
এর প্রতিকার ও অভিযুক্ত শিক্ষকের বিচার চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ছাত্রীরা। তাদের অভিযোগে প্রধান শিক্ষকের কাছে আরও বলেন, ‘অনেকদিন যাবৎ আমরা নিজেদের রক্ষা করার চেষ্টা করেছি। এখন আমরা নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি।’
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, আমি শারীরিক শিক্ষার শিক্ষক। ক্লাসে বসে ছাত্রীদের সাথে কোনো কথা মজায় বলি, কোনো কথা রসে বলি। পাঠদানের পাশাপাশি আমি ছাত্রীদের সাথে আন্তরিকতায় অনেক কথা বলে থাকি। আমার কথায় হয়তো ভুল হতে পারে। কিন্তু আমার বিরুদ্ধে আনা অভিযোগের যদি প্রমাণ থাকে সেটা দেখান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আকন বলেন, ছাত্রীদের অভিযোগ পেয়ে এবং অভিযোগের সাথে অভিযুক্ত শিক্ষকের কথার কিছু মিল পেয়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম. হারুন-অর-রশীদ জানান, আমি ওই বিদ্যালয়ে গিয়ে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ঝালকাঠি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মো. আ. রহিম রেজা/এমবি