Logo

সারাদেশ

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:৩৩

প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবাসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়ে মীরা আক্তার আছমাকে হত্যার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ নুরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন না।

আসামীরা হলেন- করিমগঞ্জ উপজেলার ভাটিয়া গ্রামের জহিরকোনা এলাকার নিহত মীরা আক্তারের বাবা আনোয়ারুল ইসলাম ওরফে আঙ্গুর মিয়া, চাচা খুরশিদ মিয়া ও চাচাতো ভাই সাদেক মিয়া।

এ ঘটনায় আরেক আসামি মীরার মা মোছা. নাজমুন্নাহারকে খালাস দিয়েছেন আদালত।

মামলার বিবরণ অনুযায়ী, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে আনোয়ারুল ইসলাম, খুরশিদ মিয়া, সাদেক মিয়া ও নাজমুন্নাহার দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছিল। ২০১৬ সালের ১০ অক্টোবর রাতে আনোয়ারুল ইসলাম তার বাড়ির পাশে নুরুল ইসলামের জমিতে অন্যান্য আসামিদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মীরাকে জবাই করে হত্যা করেন। পরে তারা প্রতিপক্ষের নামে করিমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মামলার তদন্তে উঠে আসে, আসামিরা প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তার নিজ মেয়ে মীরা আক্তারকে গলাকেটে হত্যা করে। পরে করিমগঞ্জ থানার এসআই অলক কুমার দত্ত বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার এ মামলার রায় প্রদান করেছেন আদালত।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট অনামিকা রেজা রৌজি ও রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি মাজহারুল ইসলাম।

আব্দুর রউফ ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর