শেরপুর সীমান্তে কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:৪৪

ছবি : বাংলাদেশের খবর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মায়াকাশি সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২ হাজার ৫৭২টি মোবাইল ডিসপ্লে ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৬ আগস্ট) ভোরে রামচন্দ্রকুড়া বিওপি’র আওতাধীন এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লাখ ৬০ হাজার টাকা। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।
এআরএস