Logo

সারাদেশ

বরিশালে নদীতে গোসলে নেমে ৩ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:৫০

বরিশালে নদীতে গোসলে নেমে ৩ শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

বরিশালের মেহেন্দীগঞ্জে নদীতে গোসল করতে নেমে তিন শিশু নিখোঁজ হয়েছে। এর মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হলেও বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে চরএককরিয়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তিন শিশু। পরে বিকেল ৩টার দিকে আবিদা ইসলাম (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেন স্থানীয়রা। সে কোলচর এলাকার বাদশা দেওয়ানের মেয়ে এবং শান্তিরহাট ফোরকানিয়া মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ থাকা অপর দুই শিশু হলো—উত্তর দাদপুরচর এলাকার তাহসিন দেওয়ান (৬) ও রেজাউল করিম (৭)। তারা কেরাতুল কোরআন মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে।

বুধবার সকাল থেকে নিখোঁজ শিশুদের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। বরিশাল ফায়ার সার্ভিস থেকে ডুবুরি দল আনা হয়। মেহেন্দীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আলী আশরাফ জানান, সাঁতার না জানায় শিশুরা নদীতে পড়ে গিয়ে স্রোতে তলিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

মেহেন্দীগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধার অভিযানে সহায়তা করছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর