-689326c52e9e2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগে ফেনীর পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে দুদকের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে তিন সদস্যের একটি দল এ অভিযান চালায়।
সম্প্রতি মুহুরী নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বাঁধের মেরামতকাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ প্রেক্ষিতে দুদক কর্মকর্তারা প্রথমে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন। এরপর সরেজমিনে ফুলগাজী ও পরশুরাম উপজেলার ভাঙনকবলিত বাঁধ এলাকা পরিদর্শন করেন।
দুদক জানায়, সরেজমিন তদন্ত শেষে ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করা হবে।
এম. এমরান পাটোয়ারী/এআরএস