সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে শিক্ষার্থীসহ নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৫:৫৯

সিলেট-সুনামগঞ্জ সড়কের বাহাদুর এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মসকু পরিবহনের একটি মিনিবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এ সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আফসানা খুশি ও শফিকুল ইসলাম মারা যান। গুরুতর আহত অপর শিক্ষার্থী স্নেহলতা চক্রবর্তীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, সিএনজি অটোরিকশাটি শান্তিগঞ্জ থেকে সুনামগঞ্জে যাচ্ছিল। বাসটি সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। নিহত আফসানা খুশি ও স্নেহলতা চক্রবর্তী শিক্ষার্থী ছিলেন। শফিকুল ইসলাম ছিলেন একজন সাধারণ যাত্রী। ঘটনার পরপরই মিনিবাসের চালক পালিয়ে যায়।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে আরও একজনসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মো. আব্দুল হালিম/এমবি