শীতলক্ষ্যার চরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:১০
-68932a182f179.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের শীতলক্ষ্যা নদীর চরে গড়ে ওঠা দুইটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৬ আগস্ট) দুপুরে গোসিঙ্গা খেয়াঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। তবে উচ্ছেদের খবর পেয়ে দখলদারেরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র নদীর জেগে ওঠা চর দখল করে দোকান নির্মাণ করছিল, যার ফলে নদীর স্বাভাবিক রূপ ও পরিবেশ নষ্ট হচ্ছিল।
স্থানীয় বাসিন্দা আরিফ বলেন, ‘চর দখল করে দোকানপাট গড়ে তোলা হয়েছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় নদীর সৌন্দর্য ফিরে আসবে।’
শ্রীপুর নদী পরিব্রাজক দলের সভাপতি সাঈদ চৌধুরী জানান, চর দখলের বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। দেরিতে হলেও অভিযান হওয়ায় তারা সন্তুষ্ট।
অভিযুক্ত আকতার হোসেন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আতাহার শাকিল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। সরকার বা জনগণের সম্পত্তি কেউ দখল করে স্থাপনা গড়তে পারবে না। অভিযানের সময় কেউ আটক বা জরিমানার মুখে পড়েনি।’
আতাউর রহমান সোহেল/এআরএস