Logo

সারাদেশ

কলাবাগান থেকে বস্তাবন্দি আগুনে পোড়া লাশ উদ্ধার

Icon

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:১৮

কলাবাগান থেকে বস্তাবন্দি আগুনে পোড়া লাশ উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে একটি কলাবাগান থেকে বস্তায় মোড়ানো আগুনে পোড়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় এখনও শনাক্ত হয়নি। তবে তার বয়স আনুমানিক ৩৫ বছর। তিনি নওগাঁ সদর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিলকপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বিকাশ দেবনাথ কলাবাগান ও পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন। তিনি রাতে মাছের খাবার দিতে গিয়ে কলাবাগানে আগুন জ্বলতে দেখেন। আগুনের কাছে গিয়ে তিনি দেখেন একটি বস্তার ভেতরে মানুষের দেহ পুড়ছে। 

তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয়দের ডাকেন এবং পরে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে বস্তায় মোড়ানো পোড়া লাশ উদ্ধার করে।

আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম বলেন, লাশের মাথা ও শরীরের বেশির ভাগ অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশটি এখানে এনে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।

মাহফুজ রহমান/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর