Logo

সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রদলের সমাবেশ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৩৭

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কুমিল্লায় ছাত্রদলের সমাবেশ

‘জুলাই গণঅভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বৃহত্তর গলিয়ারা ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে এক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় কালির বাজার হাই স্কুল অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়কারী আলমগীর হোসেন সোহাগ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির প্রবীণ নেতা ও সদস্য আবদুল্লাহ আল মুহিত শাহজাহান মজুমদার। 

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আবদুল হাই সুরুজ, গলিয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি দৌলত আহমেদ মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সদস্য ও গলিয়ারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল বাশার শিপন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবের নায়কদের ঋণ শোধ হবার নয়। গুম, খুন, ক্রসফায়ারের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের রাস্তায় দাঁড়াতে দেয়নি বিগত ফ্যাসিস্ট সরকার। ছাত্ররা কোটা আন্দোলন দিয়ে শুরু করেছিল। আর শেষ হয়েছিল ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে।

তারা আরও বলেন, বিচার একটি চলমান প্রক্রিয়া। রাজনৈতিক সরকার ছাড়া কেউ দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে না। আমাদের সবার ঐক্য ধরে রাখতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাদাকে সাদা, অন্যায়কে অন্যায় বলতে হবে। নিরপেক্ষ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সবার সচেষ্ট থাকার আহ্বান জানান।

এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর