Logo

সারাদেশ

কুষ্টিয়ায় জেলা পরিষদ মার্কেটের দোকান বরাদ্দে হরিলুট, তদন্তে দুদক

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৬:৫৯

কুষ্টিয়ায় জেলা পরিষদ মার্কেটের দোকান বরাদ্দে হরিলুট, তদন্তে দুদক

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়া জেলা পরিষদ নির্মিত একটি ৯ তলা ভবনের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ আমলে নিয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৬ আগস্ট) সকালে জেলা পরিষদ কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এই তদন্ত পরিচালনা করেন দুদক কর্মকর্তারা।

সূত্র জানায়, শহরের প্রাণকেন্দ্রে ৪১ কাঠার জমিতে নির্মিত ভবনের দোকান বরাদ্দ দেওয়া হয় কোনো বিজ্ঞপ্তি ছাড়া, কেবল আওয়ামী লীগ নেতাদের ও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে।

বিশেষভাবে সুবিধাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, যিনি নিজের ও পরিবারের নামে নিয়েছেন ১০টি দোকান।

একইভাবে, আওয়ামী লীগের উপকমিটির শিল্পবিষয়ক সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা নিয়েছেন ছয়টি দোকান।

অভিযোগ রয়েছে, সাধারণ ব্যবসায়ীদের আবেদন গ্রহণ না করে নেতা-আত্মীয়দের নামে দোকান বরাদ্দ দেওয়া হয়। দোকানের প্রকৃত বাজারমূল্য ৫০-৮০ লাখ টাকা হলেও ৫ কিস্তিতে মাত্র সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে বরাদ্দ নেওয়ার সুযোগ পান তারা।

কেউ কেউ এখনো কিস্তির টাকা পরিশোধ করেননি। সরকারি দলের পতনের পরও জেলা পরিষদ গোপনে সেই বরাদ্দপত্র চূড়ান্ত করছে বলে অভিযোগ উঠেছে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র জানান, বরাদ্দ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। যাঁরা পুরো অর্থ জমা দিয়েছেন, তাঁদের বরাদ্দপত্র ১০-১৫ দিনের মধ্যে দেওয়া হবে।

এদিকে, কুষ্টিয়া দুদকের উপপরিচালক বিজয় কুমার রায় জানান, দোকান বরাদ্দে অনিয়ম তদন্তাধীন রয়েছে।

আকরামুজ্জামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর