Logo

সারাদেশ

‘স্বৈরাচার’ পতনের বর্ষপূর্তিতে টঙ্গীবাড়ীতে বিজয় মিছিল

Icon

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:০৬

‘স্বৈরাচার’ পতনের বর্ষপূর্তিতে টঙ্গীবাড়ীতে বিজয় মিছিল

‘স্বৈরাচার’ পতনের এক বছর পূর্তি উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সমাবেশ ও বিজয় মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় টঙ্গীবাড়ীর বালিগাঁও কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, যুবদল নেতা বিএম মঞ্জু, শ্রমিক দলের সভাপতি রিপন মুন্সী, ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জামাল, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদারসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলার ১৩টি ইউনিয়ন ছাড়াও আশপাশের লৌহজং উপজেলা থেকেও শত শত নেতাকর্মী যোগ দেন। মিছিল ঘিরে বালিগাঁওয়ের প্রধান সড়ক, ব্রিজ, নয়গাঁও ও আড়িয়ল বিলের পাড়জুড়ে চলাচলে স্থবিরতা নেমে আসে। সকালের এ গণজোয়ার দুপুর ১২টা পর্যন্ত পুরো এলাকাজুড়ে এক গণঅভ্যুত্থানের চিত্র ফুটিয়ে তোলে।

সমাবেশে বক্তারা বলেন, এই বর্ষপূর্তি কোনো উৎসব নয়, এটি জনতার বিজয়ের দিন। আর খুনি হাসিনার রাজনৈতিক কবরের ফলক!

তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সুসংগঠিত, গতিশীল ও রাজপথে প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত। আগামী দিনে বিএনপি জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে। জনগণের পাশে থেকে দেশকে মুক্ত করবে ফ্যাসিবাদ, দুর্নীতি ও রাষ্ট্রীয় জুলুমের হাত থেকে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. কামাল খান, মো. কুদ্দুস হাওলাদার, দিন ইসলাম শেখ, যুবদল নেতা মারুফ ইসলাম রিমেল, ছাত্রদলের আসলাম সরদার, শেখ মো. মুন্না, রিমন মাল প্রমুখ।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর