Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের ল্যাবে আগুন, হুড়োহুড়িতে আহত ২৫

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:০৯

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যালয়ের ল্যাবে আগুন, হুড়োহুড়িতে আহত ২৫

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সায়েন্স ল্যাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (৬ আগস্ট) দুপুরে বিদ্যালয় ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, আগুন দেখে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে দৌড়ঝাঁপ করে নিচে নামার সময় অনেকে সিঁড়িতে পড়ে গিয়ে আহত হয়। সায়েন্স ল্যাবে প্রজেক্ট তৈরির সময় বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরপরই আগুন ধরে যায় বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

আহতদের মধ্যে সাকেরা আক্তার সৌমিয়া (১৩), বারিয়া সুলতানা (১৫), তানজিনা আক্তার (১৪), নূহা ইসরাত (১৪), ও ফারিয়া আক্তারকে (১৪) ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রোহান (১৫) নামে এক শিক্ষার্থীকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের গণিত শিক্ষক জামাল উদ্দিন জানান, আসন্ন বিজ্ঞান মেলা উপলক্ষে শিক্ষার্থীরা প্রজেক্ট তৈরি করছিল। ভুল সংযোগে ল্যাবে আগুন লাগে। আতঙ্কে শিক্ষার্থীরা ছুটোছুটি শুরু করলে সিঁড়ির রেলিং ভেঙে পড়ে কয়েকজন আহত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল হক বলেন, ‘সব শিক্ষক আহতদের সঙ্গে হাসপাতালে রয়েছেন। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত না করে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’

লিটন হোসাইন জিহাদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর