Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় এনসিপির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:১৬

আলফাডাঙ্গায় এনসিপির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার সদর বাজারের পুরাতন পরিবহন বাসস্ট্যান্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন এনসিপির পৌর শাখার প্রধান সমন্বয়কারী আরিফুজ্জামান হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী তামিম আহমেদ মিলন।

তিনি বলেন, ৫ আগস্ট একটি ঐতিহাসিক দিন। গত বছরের এই দিনে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে পালিয়ে যায়। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবে বিজয় অর্জিত হয়। এই গণঅভ্যুত্থান প্রমাণ করে জনগণের সম্মিলিত শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারে না। তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা মিলন মোল্যা, কামরুজ্জামান রিয়াজ, মকবুল গাজী, নাজমুল হোসেন, আব্দুল্লাহ সাকিব ও ওসমান শেখ প্রমুখ।

অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর