Logo

সারাদেশ

আড়াইহাজারে মিছিলের সময় আ.লীগ–নিষিদ্ধ ছাত্রলীগের ১১ কর্মী আটক

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:২০

আড়াইহাজারে মিছিলের সময় আ.লীগ–নিষিদ্ধ ছাত্রলীগের ১১ কর্মী আটক

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিছিলের চেষ্টা চলাকালে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে উপজেলার উজান গোপিন্দী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন—শাহজাহানের ছেলে জাবেদ (২২), ছাত্তারের ছেলে ছাব্বির (১৮), সোহেলের ছেলে সাইদুল (২০), বাদলের ছেলে সাইদুল ইসলাম জিহাদ (১৭), নুর মোহাম্মদের ছেলে আরাফাত (১৮), হারুনের ছেলে আফসার (১৮), আবু তালেবের ছেলে জুনায়েদ (১৯), মানিকের ছেলে ফাহাদ (১৫), মহসিনের ছেলে তামীম (১৫), আবু দায়েনের ছেলে অনিক (১৮) ও শাহ্ আলমের ছেলে আব্দুল্লাহ (১৮)।

পুলিশ জানায়, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী ও ব্রহ্মন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাক মিয়ার ভাতিজা নাইমের নেতৃত্বে একটি মিছিল বের করার চেষ্টা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ ছাত্রলীগ গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর