Logo

সারাদেশ

চোখে আলো ফেরাতে আনোয়ার আলদীনের মানবিক উদ্যোগ

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:২৮

চোখে আলো ফেরাতে আনোয়ার আলদীনের মানবিক উদ্যোগ

ছবি : বাংলাদেশের খবর

খুলনার পাইকগাছার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ারে অনুষ্ঠিত হলো চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প। বুধবার (৬ আগস্ট) দিনব্যাপী এ ক্যাম্পে পাইকগাছা ও কয়রাসহ আশপাশের দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ছানি রোগী বাছাই করা হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁর মানবসেবামূলক উদ্যোগের ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়।

সাইটসেভার্সের অর্থায়নে, ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের ১২ সদস্যের মেডিকেল টিম চক্ষু পরীক্ষা, চিকিৎসা ও ছানি রোগী বাছাই করেন। বাছাইকৃতদের পর্যায়ক্রমে বিনা খরচে ছানি অপারেশন, কালো চশমা ও এক মাসের ওষুধ প্রদান করা হবে।

ক্যাম্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ার আলদীন।

তিনি বলেন, ‘অর্থাভাবে অনেকেই চোখের চিকিৎসা নিতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সেবা দিতে পেরে আনন্দিত।’

চোখের সমস্যায় আসা রোগীদের ফ্রি পরীক্ষা, চিকিৎসা, চশমা ও ওষুধ সরবরাহ করা হয়। ছানি রোগীদের বিনা খরচে লেন্স স্থাপনসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়।

রোগী আনোয়ারা খাতুন বলেন, ‘চোখে অনেক দিন সমস্যা ছিল, চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রি ক্যাম্পে চিকিৎসা ও অপারেশনের সুযোগ পেয়েছি।’ স্থানীয়দের প্রত্যাশা, এই ক্যাম্প প্রতিবছর চালু থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা কে এম আশরাফুল আলম নান্নু, শেখ সামসুল আলম পিন্টু, আবুল হোসেন, তুষার কান্তি মণ্ডল, শেখ আনারুল ইসলামসহ আরও অনেকে।

চিকিৎসাসেবা প্রদান করেন—ডা. হাফিজুর রহমান আশিক, ডা. আসিফ হাসান, ডা. হাবিবুল্লাহ, ডা. অয়ন, ডা. আশিক, ডা. ফুয়াদ প্রমুখ।

উল্লেখ্য, আনোয়ার আলদীন দীর্ঘদিন ধরে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা, ক্লিনিক নির্মাণ ও নানান মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সম্প্রতি তিনি দীর্ঘদিন ধরে দখলকৃত ১০ কিলোমিটার নাছিরপুর খাল পুনরুদ্ধার করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছেন।

তরিকুল ইসলাম/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর