Logo

সারাদেশ

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:৩১

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে নিখোঁজ কিশোর

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে মিয়া সামাদ সিদ্দকী (১৭) নিখোঁজ হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে মিয়া সামাদ সিদ্দকী (১৭) নামে খুলনার এক কিশোর নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিখোঁজ সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা। তিনি খুলনা থেকে আসা সাতজনের একটি পর্যটক দলের সদস্য। দলটি সোমবার কুয়াকাটায় পৌঁছে একটি আবাসিক হোটেলে ওঠে। পরদিন সকালে পাঁচজন মিলে সমুদ্রে গোসলে নামে। এ সময় সাঁতার না জানা সামাদ হঠাৎ করে ঢেউয়ের তোড়ে সাগরে তলিয়ে যায়। তার সঙ্গীরা চেষ্টা করে তীরে ফিরলেও সামাদ আর ফিরতে পারেনি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী হারুন বলেন, ছেলেটি পানির মধ্যে হাত উঁচিয়ে সাহায্য চাইছিল। আমরা দৌড়ে এগোনোর আগেই সে চোখের সামনে তলিয়ে যায়।

সামাদের বন্ধু সেলিম রেজা বলেন, একসঙ্গে ঘুরতে এসে এমন একটা ঘটনা ঘটবে, কখনও কল্পনাও করিনি। আমরা খুবই চিন্তিত।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারে আমরা অভিযান চালাচ্ছি। ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা একযোগে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কুয়াকাটা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর