শ্যামনগরে লোকালয়ে আসা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:৪১
-68933f58941cc.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরার শ্যামনগরের তালবাড়িয়া গ্রামে লোকালয়ে ঢুকে পড়া একটি চিত্রা হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার (০৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে আটুলিয়া ইউনিয়নের সন্তোষ মণ্ডলের বাড়ির পুকুর থেকে হরিণটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় মুন্সিগঞ্জ টহলপাড়ি বন অফিসের মাধ্যমে সেটিকে সুন্দরবনের টহলপাড়ি এলাকায় ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা দীনবন্ধু জানান, ‘বনের পাশে আমাদের বাড়ির সামনে কয়েকজন লোক একটি হরিণ খুঁজছিল। কিছুক্ষণ পর হরিণটি সন্তোষ কাকার বাড়ির পুকুরে পড়ে যায়। তখন আমরা উদ্ধার করে বন বিভাগকে খবর দিই।’
সন্তোষ মণ্ডল বলেন, ‘এর আগেও কয়েক বছর আগে এ রকম একটি হরিণ আমাদের এলাকায় এসেছিল। সেটিও বন বিভাগকে দিয়ে দিয়েছিলাম।’
স্থানীয় মননজয় মণ্ডল জানান, ২০১৮ সালেও একই এলাকা থেকে একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে ফেরত পাঠানো হয়েছিল।
মুন্সিগঞ্জ টহলপাড়ির ওসি নির্মল কুমার মণ্ডল বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে হরিণটি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার পর সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়েছে। তবে হরিণটি লোকালয়ে আসার পেছনে পাচারের কোনও সংশ্লিষ্টতা আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
এআরএস