Logo

সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৭:৫৪

ঠাকুরগাঁওয়ে ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন

ছবি : বাংলাদেশের খবর

ঐতিহাসিক ৩৬ জুলাই স্মরণে ও শহীদ-আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঠাকুরগাঁওয়ে ৩৬ কিলোমিটার ম্যারাথন দৌঁড়েছে তিন স্কুল শিক্ষার্থী।

বুধবার (৬ আগস্ট) ভোরে ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে একই স্থানে শেষ হয় এ ম্যারাথন।

দৌঁড়ে অংশ নেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তামিম ইসলাম মিরাজ এবং নবম শ্রেণির শিক্ষার্থী সজিব ও মুনতাসির বিল্লা।

তারা জানান, ৩৬ জুলাই আমাদের কাছে ইতিহাস ও আবেগের দিন। স্বৈরাচার পতনের এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই এই দৌঁড়। হাঁটুতে ব্যথা পেয়েও শেষ পর্যন্ত দৌড় সম্পন্ন করতে পেরে গর্বিত তারা।

পরে তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আবু সালেহ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর