Logo

সারাদেশ

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:০১

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী। 

বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মনির হোসেন (৩২)। তিনি ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে।

আহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার মেঘা মোল্লার ছেলে হাফিজুর রহমান (৩২) ও ভাঙ্গার গঙ্গাধরদী এলাকার মোকসেদ মিয়ার ছেলে মাহবুব মিয়া (২৩)। তাদের আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নড়াইলগামী স্টার ডিলাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-৮৭৫০) ভাঙ্গা গোলচত্বরে পৌঁছালে একটি ডিসকভার মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর