Logo

সারাদেশ

নড়াইলে পৌর বিএনপির সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Icon

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৮:২৮

নড়াইলে পৌর বিএনপির সম্পাদকসহ ৭ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নড়াইলে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়কসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রদলের আহ্বায়কসহ সাতজন নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) কালিয়া থানায় এ মামলা করেন কালিয়া পৌর এলাকার বাসিন্দা রহিমা খানম।

মামলার আসামিরা হলেন- কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ (৪৫), পৌর ছাত্রদলের আহ্বায়ক মেকাইল ওরফে ধলু শেখ (৩৯), মো. ইনামুল শেখ ওরফে কালু (৪০), গোলাম রসুল মান্দার শেখ (৬২), মো. মিরাজ শেখ (৩৩), মো. ইমরান শেখ (৩৪) ও মো. সাদ্দাম শেখ (৩২)।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদী রহিমা খানমের স্বামী কালিয়া মোড়ে রড-সিমেন্টের ব্যবসা করেন। তিনি বিদেশে চলে যাওয়ার পর থেকে তার দেবর মো. লিকু শেখ ব্যবসাটি পরিচালনা করছেন। গত বছরের ১০ আগস্ট আসামিরা লিকু শেখের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০২৫ সালের ২ মার্চ পুনরায় দোকানে গিয়ে তাকে মারধর করা হয়। একই সঙ্গে তারা দোকান থেকে রড, সিমেন্ট ও নগদ অর্থসহ প্রায় ১২ লাখ ২৪ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে মামলার প্রধান আসামি ও কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা। এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, রহিমা খানম সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে। এ মামলায় এখনও কাউকে আটক করা হয়নি।

কৃপা বিশ্বাস/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর