-6893538fd6ef0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের রামুর রশিদনগর এলাকায় অবশেষে রেলক্রসিং গেইট নির্মাণ কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
গত ৫ আগস্ট বাংলাদেশের খবরে ‘রামুতে রেলক্রসিংয়ে প্রতিনিয়তই ঘটে দুর্ঘটনা, তবুও নেই গেইট-নিরাপত্তা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
রামু রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার আক্তার হোসেন বলেন, ‘রশিদনগর অংশে গেইট নির্মাণের কাজ আজ ৬ আগস্ট থেকে শুরু হয়েছে। আশা করছি দুর্ঘটনার ঝুঁকি অনেক কমে আসবে।’
তিনি আরও বলেন, ‘গেইট স্থাপন করলেই দায়িত্ব শেষ নয়। দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীকেও সচেতন হতে হবে।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস