-6893560f06bea.jpg)
আফসানা খুশি। ছবি : সংগৃহীত
জন্মদিনের সকালেই বিদায় নিলেন আফসানা খুশী। সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের এই শিক্ষার্থী বুধবার (৬ আগস্ট) দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
জেলা সদরের আরপিননগর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে খুশীর আজ ছিল জন্মদিন। কিন্তু বাড়ি ফেরার পথে শান্তিগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান তিনি। একই দুর্ঘটনায় নিহত হন আরও দুইজন, যাদের একজন খুশীর বান্ধবী স্নেহলতা।
খুশীর বাবা জানান, ‘খুশীর স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। আজ জন্মদিনে বান্ধবীদের নিয়ে চকলেট খাওয়ানোর কথা বলছিল। টাকাও নিয়েছিল। সকালেই না খেয়ে কলেজে চলে গিয়েছিল। কিন্তু আর ফিরল না।’
তিনি বলেন, ‘মেয়েটা জন্মদিনের কথা বলছিল বারবার। কিন্তু জন্মদিনেই এমন বিদায় হবে, ভাবিনি।’
খুশীর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।
একই ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ায় শোকাহত শিক্ষক ও সহপাঠীরাও।
আব্দুল হালিম/এআরএস