Logo

সারাদেশ

গফরগাঁওয়ে অটো-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:২০

গফরগাঁওয়ে অটো-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ২

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

ময়মনসিংহের গফরগাঁওয়ে অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই যাত্রী। বুধবার (৬ আগস্ট) দুপুর ২টার দিকে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া কাজিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন হাটুরিয়া গ্রামের মঞ্জু মিয়া (৪০) ও যশরা গ্রামের আলাল উদ্দিন (৫০)।

গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া বলেন, ‘বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে চারজন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়।’

গুরুতর আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি।

নাজমুস সাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর