Logo

সারাদেশ

বরিশালে আলোচিত লিটু হত্যা মামলায় বিএনপি নেতা মিল্টন গ্রেপ্তার

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:২৩

বরিশালে আলোচিত লিটু হত্যা মামলায় বিএনপি নেতা মিল্টন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন শিকদার ওরফে লিটু হত্যা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি রিয়াজ মাহমুদ খান মিল্টনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বিকেলে নগরীর বাগানবাড়ি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ইন্সপেক্টর সগির হোসেন।

তিনি বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে মিল্টনকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৩১ জুলাই সন্ধ্যায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কাশিপুর ইউনিয়নের পূর্ব বিল্ববাড়ি এলাকায় লিটন শিকদারকে কুপিয়ে হত্যা করা হয়। একই ঘটনায় তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি তার মা, বোন ও ভাইকে কুপিয়ে আহত করা হয়।

পরে ১ আগস্ট নিহত লিটুর বোন মোসা. মুন্নি বাদী হয়ে ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫০–২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন ইশরাক হোসেন গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর