Logo

সারাদেশ

বাউফলে বিএনপিতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াত কর্মীকে মারধরের অভিযোগ

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৩৭

বাউফলে বিএনপিতে যোগদানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াত কর্মীকে মারধরের অভিযোগ

ছবি : বাংলাদেশের খবর

পটুয়াখালীর বাউফলে বিএনপিতে যোগ না দেওয়ায় জামায়াত কর্মী ফারুক হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে।

বুধবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের আয়নাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ফারুক হাওলাদার বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

চিকিৎসাধীন অবস্থায় ফারুক অভিযোগ করেন, ঢাকায় জামায়াতের সমাবেশে অংশ নেওয়ার পর থেকেই তিনি বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরাগভাজন ছিলেন। মঙ্গলবার জামায়াতের আনন্দ মিছিলে অংশ নেওয়ায় বুধবার সকালে তাকে ঘর থেকে ডেকে নিয়ে মারধর করা হয়।

তার স্ত্রী বিউটি বেগম জানান, মারধরের সময় ফারুককে কালাইয়া এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়।

কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য তাসনিম আলম বলেন, ‘বিএনপির কিছু নেতা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছেন এবং নারীদেরও হুমকি দিচ্ছেন।’

অভিযোগ অস্বীকার করে জসিম পঞ্চায়েত বলেন, ‘ফারুক আগে আওয়ামী লীগের কর্মী ছিলেন। বিএনপিতে যোগদিতে বলেছিলাম। সে রাজি হয়নি, কিন্তু আমি তাকে মারিনি।’

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, ‘ঘটনার কথা শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

জামায়াতের বাউফল উপজেলা আমির মাওলানা ইসহাক মিয়া জানান, ‘আমরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

আরিফুল ইসলাম সাগর/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর