Logo

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় পা হারানো বকুলের পাশে ইউএনও

Icon

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪০

সড়ক দুর্ঘটনায় পা হারানো বকুলের পাশে ইউএনও

ছবি : বাংলাদেশের খবর

নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় পা হারানো যুবক বকুলের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় তিনি পশ্চিমপাড়া গ্রামে গিয়ে বকুলকে একটি হুইলচেয়ার উপহার দেন এবং চিকিৎসা ও পুনর্বাসনের জন্য সরকারি সহায়তার আশ্বাস দেন।

২৫ বছর বয়সী বকুল ঈদের আগের দিন মালবাহী ট্রাকে হেলপারের কাজ করতে গিয়ে বগুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় চালক নিহত হন, আর গুরুতর আহত বকুলের একটি পা কেটে ফেলতে হয়; অপর পায়েও অস্ত্রোপচারে রড বসাতে হয়।

চিকিৎসা ব্যয়ে তিন লাখ টাকার বেশি খরচ করতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে গেছে। এখন স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা-বাবাকে নিয়ে দারিদ্র্য ও অনিশ্চয়তায় দিন কাটছে তার।

ইউএনও ইমরানুজ্জামান বলেন, ‘বকুলের মতো দুর্ঘটনাগ্রস্তদের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, মানবিক কর্তব্য। তাকে সরকারি সহায়তা দেওয়া হবে, কৃত্রিম পা সংযোজনেও চেষ্টা করব।’

বকুলের মা বলেন, ‘ছেলেটাই সংসারের ভরসা ছিল, আজ সে পঙ্গু। কারও সহায়তা ছাড়া আমাদের আর উপায় নেই।’

বকুল বলেন, ‘এই হুইলচেয়ারই এখন আমার নতুন পা। স্যারের মতো মানুষ পাশে আছেন, সেটাই বড় সাহস।’

বাংলাদেশে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় সহস্রাধিক মানুষ পঙ্গুত্ব বরণ করে। বকুল এখন সেই করুণ পরিসংখ্যানের এক বাস্তব উদাহরণ।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা ইউএনও

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর