কুমিল্লা-৯ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪৩
-68935c1d6c501.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লা-৯ (সদর দক্ষিণ ও লালমাই) আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সর্বদলীয় সংগ্রাম কমিটির নেতাকর্মীরা।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পদুয়ার বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সদর দক্ষিণ, লালমাই ও কুমিল্লা মহানগর দক্ষিণের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।
সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। এতে যান চলাচলে তীব্র যানজট সৃষ্টি হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহম্মদ আখতার হোসেন। বক্তব্য রাখেন জহিরুল হক চৌধুরী, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, ইউসুফ আলী মীর পিন্টু, ওমর ফারুক চৌধুরী, ইসমাইল মজুমদার, আবদুস সুবহান, নাজমুল হাসান রনি ও নূর মোহাম্মদ প্রমুখ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন সম্প্রতি কুমিল্লার তিনটি আসনসহ দেশের মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের খসড়া প্রকাশ করে।
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস