Logo

সারাদেশ

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৪৭

কুষ্টিয়ায় পৃথক স্থান থেকে ২ নারীর লাশ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ার সদর ও মিরপুর উপজেলায় পৃথক দুটি স্থানে অজ্ঞাতপরিচয় দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের কোর্টপাড়া বারো শরিফ দরবারের সামনে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করতে হবে।

এর এক ঘণ্টা পর, বেলা ১২টার দিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানা প্রাচীর-সংলগ্ন অ্যাম্বুলেন্স গ্যারেজের পেছনের ডোবায় এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে একই হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্র বলছে, ডোবায় পানিতে ভাসমান মরদেহটি পাঁচ থেকে সাত দিন আগের হতে পারে।

কুষ্টিয়া মডেল থানা ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা জানান, দুটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আকরামুজ্জামান আরিফ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর