Logo

সারাদেশ

শাহরাস্তিতে খাল দখলমুক্ত করতে দুই ভবন উচ্ছেদ

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর ও শাহরাস্তি প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৫০

শাহরাস্তিতে খাল দখলমুক্ত করতে দুই ভবন উচ্ছেদ

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের শাহরাস্তিতে মেহের গোদা খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঠাকুর বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে দুইটি ভবন গুঁড়িয়ে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, ঠাকুর বাজারের মধ্য দিয়ে প্রবাহিত মেহের গোদা খালের দুই পাশ দখল করে স্থানীয় ব্যবসায়ীরা স্থায়ী ভবন নির্মাণ করেছিলেন। সম্প্রতি পৌর এলাকার খালগুলোতে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে উচ্ছেদ অভিযান শুরু হয়।

তারই ধারাবাহিকতায়, আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন ‘আমানিয়া হোটেল’ নামে একটি দ্বিতল ভবন এবং আমীর হোসেন গাজীর একতলা ভবন অপসারণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, ‘ভবন মালিকদের একাধিকবার নোটিশ দিয়েও সাড়া না পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। পর্যায়ক্রমে সব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

আলআমিন/আবু মুছা আল শিহাব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

উচ্ছেদ অভিযান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর