লালমনিরহাটে তিস্তা প্লাবিত এলাকায় বিএনপির ত্রাণ বিতরণ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১৯:৫৩
-68935e5c57a37.jpg)
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল বন্যার কারণে প্লাবিত হওয়ায় চরম দূর্ভোগে পড়া পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি।
বুধবার (৬ আগস্ট) সকাল বেলা লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের ৫০০-এর বেশি পরিবারের মধ্যে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
ত্রাণ বিতরণের সময় দুলু বলেন, ‘নদী পাড়ের মানুষরা ত্রাণ নয়, বাঁচতে চায়। এ সমস্যার স্থায়ী সমাধান ছাড়া তিস্তা তীরবর্তী মানুষের দুর্ভোগ কমানো সম্ভব নয়। এজন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা প্রয়োজন।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক, জেলা নেতা সাজু পাটোয়ারী, ইকবাল হোসেন, যুবরাজ ও রাজপুর ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। স্থানীয় বাসিন্দারা বিএনপির এই উদ্যোগকে প্রশংসা করেছেন।
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস