নড়াইল কৃষি ও কারিগরি কলেজে অনিয়মের অভিযোগ, তদন্ত শুরু

কৃপা বিশ্বাস, নড়াইল
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:০২
-6893606bbe58a.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নড়াইল সদর উপজেলার ইচড়বাহার নড়াইল কৃষি ও কারিগরি কলেজে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
অভিযোগে বলা হয়েছে, কলেজের প্রথম অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন নড়াইল আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক সসীম সরকার।
তিনি এমপিওভুক্ত কলেজের প্রশাসন এবং সোনালি ব্যাংকের হিসাব নিজের কাছে নিয়ন্ত্রণ করতেন। যা শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবিধানের পরিপন্থি। পরবর্তীতে অবসরপ্রাপ্ত উপ–সহকারী কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র বিশ্বাসকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়, যদিও তার নিয়োগপত্র নেই।
অভিযোগে আরও উল্লেখ আছে, কলেজ পরিচালনা ফাউন্ডেশনের নামে হলেও ফাউন্ডেশনের সভাপতি ভগীরথ বিশ্বাস ও সসীম সরকার কলেজটি নিজের ইচ্ছামতো পরিচালনা করছেন।
শিক্ষার্থীর সংখ্যা প্রকৃতপক্ষে কম; সর্বশেষ চার সেমিস্টারের মিলিত ছাত্র সংখ্যা ৮৭ জন। জরুরি নথিপত্র ও রেজুলেশনগুলো সসীম সরকারের বাড়িতে রাখা হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেশ চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমাকে কমিটি রেজুলেশনের মাধ্যমে নিয়োগ দিয়েছে। নিয়োগপত্র নেই, তবে কলেজ পরিচালনা করছি।’
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে আব্দুল হাই সিটি কলেজের সহকারী অধ্যাপক সসীম সরকার বলেন, ‘২০০৫ সালে স্থানীয়দের সহযোগিতায় আমি কলেজটি প্রতিষ্ঠা করেছি—এটাই আমার আত্মতৃপ্তি। তবে বর্তমানে আমি কলেজের কোনো প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নই। আমার নামে যে অভিযোগ উঠেছে, তা তদন্তাধীন বিষয়। তাই এ নিয়ে এখনই কোনো মন্তব্য করা সমীচীন নয়।’
কলেজ পরিচালনা কমিটির সভাপতি ভগীরথ চন্দ্র বিশ্বাস বলেন, ‘অধ্যক্ষ না থাকায় রমেশ বাবুকে আমরা রাখছি। জরাজীর্ণ ভবনের কারণে নথিপত্র সসীম বাবুর বাড়িতে রাখা হয়।’
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল বলেন, অভিযোগ পেয়েছি এবং তদন্ত কমিটি গঠন করেছি। আজ কলেজ সংশ্লিষ্টদের অফিসে ডাকা হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
এআরএস