ফেনীতে গণহত্যা মামলার বিচার দাবি, অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:০৯
-689362363cbdd.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর মহিপালে সংঘটিত গণহত্যার বিচার এবং সে সময় ব্যবহৃত সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে জেলা বিএনপি নেতারা।
বুধবার (৬ আগস্ট) ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিজয় র্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এ দাবি জানান। তারা বলেন, ‘জুলাই সনদ ও নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ায় দেশবাসী স্বস্তি পেয়েছে।’
নেতারা আরও বলেন, ‘যাঁরা বাংলার মানুষের ভোটাধিকার ও সম্পদ লুটপাট করে গণহত্যা চালিয়ে বিদেশে পালিয়েছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করতে হবে।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা বেলাল আহমেদ, মশিউর রহমান বিপ্লব, এড. মেজবাহ উদ্দিন খান, আবু তালেব, এড. শাহানা আক্তার শানু।
সভাপতিত্ব করেন ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।
বক্তব্য দেন এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারী, আমান উদ্দিন কায়সার সাব্বির, দেলোয়ার হোসেন বাবুল, এড. মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সাইদুর রহমান জুয়েল, নঈম উল্যাহ চৌধুরী বরাত, এস. এম কায়সার এলিন, মোর্শেদ আলম মিলন, হুমায়ুন কবির চৌধুরী, জুলেখা আক্তার ডেইজি প্রমুখ।
পরে শহরের প্রেসক্লাবের সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডে এসে শেষ হয়।
এআরএস