Logo

সারাদেশ

লন্ডনে তারেক রহমানকে দেওয়া কথা রেখেছেন প্রধান উপদেষ্টা : নজরুল ইসলাম খান

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:৪৪

লন্ডনে তারেক রহমানকে দেওয়া কথা রেখেছেন প্রধান উপদেষ্টা : নজরুল ইসলাম খান

ছবি : বাংলাদেশের খবর

‘নির্বাচন নিয়ে লন্ডনে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে দেওয়া কথা রেখেছেন প্রধান উপদেষ্টা’—এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‍্যালির আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

নজরুল বলেন, ‘ড. ইউনূস নির্বাচন কমিশনের পরিবর্তে তারিখ ঘোষণা করতে পারেন না। আইনে বলা আছে, নির্বাচন কমিশনই তারিখ ঘোষণা করবে। আমরা আশা করি, নির্বাচন কমিশন খুব শিগগিরই নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানাবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে ৩১ দফা বাস্তবায়নের জন্য ক্ষমতায় আনতে হবে। আর বিজয়ের মূল চাবিকাঠি হচ্ছে জনগণের ভালোবাসা অর্জন। আমরা এমন কিছু করব না যাতে জনগণ কষ্ট পায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যারা লড়াই করে, তারাই বিজয়ী হয়। এরশাদের পতনে বিএনপি কোনো আপস করেনি, এবারও করেনি। ১৬ বছর শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। তাই এবার বিএনপিই জয়ী হবে।’

সমাবেশ শেষে টাউন হল চত্বর থেকে একটি বিজয় র‍্যালি বের হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৃঞ্চচূড়া চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মহানগর আহ্বায়ক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা সভাপতি জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, উত্তর জেলা আহ্বায়ক এনায়েত উল্লাহ কালাম এবং সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারসহ অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

নাজমুস সাকিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জুলাই অভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর