-68936bd9b4b74.jpg)
ছবি : সংগৃহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে মুনজিল হক (৬২) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছি শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুনজিল হক ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, দীর্ঘদিন ধরে মুনজিল হক ও প্রতিবেশী আবু বক্কর মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল, যা আদালতেও বিচারাধীন ছিল। বিকেলে বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান মুনজিল হক।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।
আতিকুর রহমান/এআরএস