Logo

সারাদেশ

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুরে বিএনপির বিজয় র‌্যালি

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২০:৫৬

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুরে বিএনপির বিজয় র‌্যালি

ছবি : বাংলাদেশের খবর

৫ আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁদপুরে জেলা শাখার উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে শেষ হয়।

র‌্যালির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি বলেন, সরকার শেখ হাসিনার বিচার সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে, তাই বিএনপি এ কাজ করবে। আগামী বাংলাদেশের নেতৃত্বে থাকবেন তারেক রহমান।

তিনি আরও বলেন, ২৩ লাখ ভোটারের প্রতিনিধিত্ব করে নেতারা সতর্ক থাকবেন অপকর্ম থেকে দূরে থাকতে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি জুলাই অভ্যুত্থান গণঅভ্যুত্থান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর