-68936f778dc14.jpg)
ছবি : বাংলাদেশের খবর
মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুননির্মাণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফেনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৬ আগস্ট) বিকেলে নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে দুদকের একটি দল পরশুরামের পশ্চিম অলকা এলাকার আলতাফ আলী চৌধুরীর বাড়ির পাশে নদীতীরের ভাঙা অংশ, মনিপুর সেতুর উত্তর পাশ এবং বল্লামুখা বেড়িবাঁধে সরেজমিন পরিদর্শনে যায়।
দুদক জানায়, গত বছর জুলাই-আগস্টের স্মরণকালের ভয়াবহ বন্যায় পরশুরামের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। এ বছরও দুই দফায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বাঁধের কাজে অনিয়ম, নিম্নমান ও সময়ক্ষেপণের অভিযোগে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
দুদক টিম এসময় সংশ্লিষ্ট প্রকল্পের নথিপত্র সংগ্রহ করে। সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত চলছে এবং প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
তিনি জানান, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইউসুফকে বল্লামুখা ও অন্যান্য বাঁধের ভাঙা অংশ এক মাসের মধ্যে মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কাগজপত্র দ্রুত দাখিলের নির্দেশও দেওয়া হয়।
পরিদর্শনকালে পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী শিহাব আহমেদ এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এম. এমরান পাটোয়ারী/এআরএস