বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় মিছিল

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২১:২০
-689372d64a3d2.jpg)
ছবি : বাংলাদেশের খবর
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) দুপুরে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। শহরের বিভিন্ন এলাকা যানজটে স্থবির হয়ে পড়ে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা মাঠে জড়ো হন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন সূর্যোদয় ঘটেছে। এই আত্মদানে রচিত হয়েছে ইতিহাস।’
তিনি বলেন, “আইনের শাসন, সুশাসন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”
আলোচনায় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু, একেএম মাহবুবর রহমান, ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, এ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়া সভায় শহর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জুয়েল হাসান/এআরএস