Logo

সারাদেশ

গুরুদাসপুরে ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ২১:৪৩

গুরুদাসপুরে ৩ লাখ টাকার অবৈধ জাল ধ্বংস

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকার অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

বুধবার (৬ আগস্ট) দিনভর চলনবিল এলাকার বিভিন্ন খাল ও নদীতে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন সাহা ও তার দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও থানা পুলিশের যৌথ অভিযানে পিপলা, বিলসা, হরদমা খাল এবং আত্রাই নদীর রাবারড্যাম ও সাবগাড়ী অংশ থেকে ৬৫টি চায়না দুয়ারি ও ৫ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।

পরে সন্ধ্যায় এসব জাল পৌর সদরের নন্দকুঁজা নদীর তীরে চাঁচকৈড় বাজারসংলগ্ন নতুন গো হাটিতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য কর্মকর্তা রতন সাহা বলেন, ‘কারেন্ট ও চায়না জালের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। মা ও পোনামাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর