-6894235f75703.jpg)
টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন মোটরসাইকেলের আরোহী ও একজন পিকআপের চালক বলে জানিয়েছেন পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরের দিকে একটি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারান। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে।
ডিআর/এমবি