গাইবান্ধায় ইপিজেডসহ পাঁচ দফা দাবিতে আইনজীবীদের মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৫:৫০

ছবি : বাংলাদেশের খবর
ইপিজেড স্থাপনসহ পাঁচ দফা দাবিতে গাইবান্ধার সাঁকোয়া এলাকায় মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে জেলা আইনজীবী সমিতির সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ‘সাঁকোয়া ইপিজেড বাস্তবায়ন কমিটি’। এতে জেলা আইনজীবী সমিতির ১২৯ জন সদস্যের লিখিত বিবৃতি পাঠ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন কমিটির সভাপতি অ্যাডভোকেট কুশলাশীষ চক্রবর্তী, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সিপিবি নেতা ও আইনজীবী মুরাদ জামান রাব্বানী, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু এবং মানবাধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি আব্দুল খালেক।
বক্তারা জানান, গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাঁকোয়া ব্রিজ এলাকায় সাড়ে তিন একর খাস জমি রয়েছে, যা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। সেখানে ইপিজেড স্থাপনের দাবি জানানো হয়।
এ ছাড়া ঘাঘট লেক দখলমুক্ত করে জনসাধারণের জন্য উন্মুক্ত করা, গাইবান্ধায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, গ্যাস সংযোগ প্রদান এবং জেলা হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে চিকিৎসা সেবা উন্নয়নের দাবিও জানানো হয়।
আতিকুর রহমান/এআরএস