Logo

সারাদেশ

গৌরনদীতে মাদকবিক্রেতার কারাদণ্ড

Icon

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৫:৫৪

গৌরনদীতে মাদকবিক্রেতার কারাদণ্ড

ছবি : বাংলাদেশের খবর

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের বাংগিলা গ্রামে একশ গ্রাম গাঁজাসহ মো. সবুজ সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকালে অভিযান চালিয়ে সবুজ সরদারকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত খাদেম আলী সরদারের ছেলে।

গৌরনদী সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর মো. ফাইজুল ইসলাম (হৃদয় হাওলাদার) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির আদালতে হাজির করা হলে আদালত সবুজ সরদারকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেওয়া হয়।

বিকেলে দণ্ডপ্রাপ্ত সবুজ সরদারকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর