বগুড়ায় গৃহবধূর মৃত্যু, সতিনকে গাছে বেঁধে মারধরের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১৬:২৮
-68947fe6ae492.jpg)
ছবি : বাংলাদেশের খবর
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় পেয়ারা আক্তার (৫৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা তার সতিন রেনু বানুকে গাছে বেঁধে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে উপজেলার মোকামতলা ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পেয়ারার স্বজনরা জানান, তার স্বামী দিনমজুর বকুল সাকিদার পাঁচ বছর আগে রেনু বানুকে দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই প্রথম স্ত্রী পেয়ারা ও দ্বিতীয় স্ত্রী রেনুর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
গত রোববার ওই কলহের জেরে রেনু বানু পেয়ারাকে মারধর করেন বলে দাবি পরিবারের। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে আবারও বাকবিতণ্ডা হয়। বেলা ১২টার দিকে পেয়ারার ঘরে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
শ্বাসরোধে হত্যার অভিযোগ তুলে এলাকাবাসী রেনু বানুকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেয়।
শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান জানান, পেয়ারার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
জুয়েল হাসান/এআরএস